বরগুনা জেলার বেতাগীর উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকাকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিযেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মুখস্থ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহবায়ক কাজী মো: সাইফুল ইসরাম, সদস্য-সচিব সুজন ঘরজা ও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শশাঙ্ক ত্রিপুরা লিটন প্রমুখ বক্তব্য রাখেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো: এরশাদুজ্জামান, সাধারন সম্পাদক মং মারমা, সহভাপতি মো: নাদের আহমেদ প্রমুখ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
মানবন্ধনে বক্তারা স্বামীকে শ্রেনিকক্ষে আটকে রেখে সহকারী শিক্ষিকা ধর্ষনের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনায় শিক্ষক সমাজ আতঙ্কিত। মানুঘ গড়ার প্রতিষ্ঠানে মানুষ গড়ার কারিগরের উপর এ ধরনের অমানবিক আচরনে জাতি যখন নির্বাক তখন ধর্ষকদের বাচাঁতে মেডিকেল রিপোর্ট পরিবর্তনের ঘটনা আমাদের বিস্মিত করেছে। শিক্ষকদের নিরাপত্তাসহ ধর্ষনের মুল আসামীসহ ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।
মানববন্ধন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসুচীতে উপজেলার শতাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।