রাঙামাটিতে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় দিবসের কর্মসূচিসমূহে সরকারি দপ্তরের কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেনরাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। জাতীয় দিবস সমূহের কর্মসূচিতে অনুপস্থিত থাকার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলেওতিনি মন্তব্য করেন। জাতীয় দিবসের কর্মসূচিগুলোতে সরকারি দপ্তরের কর্মকর্তাদের অনুপস্থিত থাকার বিষয়টিকে তিনি দুঃখজনক হিসাবে আখ্যায়িত করেছেন।
অক্টোবর মাস জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার সিংহভাগ সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতিতির বিষয়টি দেখে তিনি এই মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজনকারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে তিনি জানতে চান অনুষ্ঠানে ব্যাপারে সবাইকে দাওয়াত দেয়া হয়েছে কিনা প্রতি উত্তরে তিনি জানান, সকল দপ্তর প্রধানকে দাওয়াত দেয়া হয়েছে। দাওয়াত দেয়ার পরও জাতীয় স্যানিটেশন মাস অক্টোবরের জেলা পর্যায়ের আলোচনা সভায় উপস্থিতি না থাকার কারণে এই মন্তব্য করেন।জেলা প্রশাসক বলেন, প্রতিটি জাতীয় দিবস কিংবা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান করার জন্য সরকারের পক্ষ থেকে কম বেশি অর্থ বরাদ্দ দেয়া হয়। অনুষ্ঠানসমূহ যথাযথভাবে পালনের নির্দেশনা দেয়া হয়। শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের এনে হল রুম ভর্তি করা কিংবা র্যালির আয়োজন করা কাক্সিÿত নয়। তিনি বলেন, এসব অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা আসলে তারা তাদের মূল্যবান মতামত দিতে পারেন এবং বিভিন্ন আলোচনা শুনে বিভিন্ন উদ্যোগও নিতে পারেন। কিন্তু ব্যস্ততার নামে জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ না দেয়া গ্রহণযোগ্য নয়।
এদিকে বিশ্ব¯Í একটি সূত্র জানিয়েছে, রাঙামাটির প্রায়শ জাতীয় দিবসের কর্মসূচিগুলোতে সরকারি দপ্তরের প্রধানগণ অনুপস্থিত থাকার বিষয়টি ইতিপূর্বেও আলোচিত হয়েছে। অনেক কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে জাতীয় দিবসের কর্মসূচিতে অনুপস্থিত থাকলেও আবার অনেকে কর্মস্থলে থেকেও অনুষ্ঠানে যোগ দেন না। এই বিষয়ে প্রতিটি জাতীয় দিবসের কর্মসূচিতে সরকারি কর্মকর্তাদের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে অফিস আদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, রাঙামাটি জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা এবং জেলা পর্যায়ের মাসিক আইন-শৃঙ্খলা সভা একাধিক গুরুত্বপূর্ণ সভাগুলোতেও ইদানিং নির্ধারিত কর্মকর্তারা উপস্থিত থাকছেন না। কর্মস্থলে উপস্থিত থেকেও প্রতিনিধি প্রেরণ করেন। আবার অনেক কর্মকর্তা মাসের পর মাস সভাগুলোতে অনুপস্থিত থাকেন। ফলে এইসব কর্মকর্তাদের দপ্তরের কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ সভাগুলোতে কোনও ফলপ্রসু আলোচনা সম্ভব হয় না। জেলার পাশাপাশি উপজেলা পর্যায়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় সরকারি কর্মকর্তাদেতর অনুপস্থিতির বিষযটি সংক্রমিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
1 Comment
এ আর নতুন কি, অফিসেই থাকেন না ঠিকমতো……