আরমান খান, লংগদু ॥
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে বুকে ধারন করে দেশের সেবায় সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশকে শত্রুমুক্ত করতে ৭১ এ জাতির শ্রেষ্ঠ সন্তানরা সেদিন জীবনবাজি রেখে লড়াই করেছেন। আজ স্বাধীনতার ৫০ বছর পর আমরা যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি এই অগ্রযাত্রাকে বেগবান করতে আমাদেরও কঠোর পরিশ্রম করতে হবে। তোমরা যারা আজ শিক্ষার্থী দেশের অগ্রযাত্রায় তোমাদেরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তোমাদের হাতে এখন অঢেল সময়। সময়ের অপচয় না করে তোমাদের লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। বিশ^কে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে। তোমরা ভবিষ্যতে যে কাজই করো, সেটা যেন তোমার জীবনের সেরা কাজ হয় সেই ভাবনা থাকতে হবে। সময়কে গুরুত্ব দিয়ে জীবনের সেই লক্ষ্যে পৌঁছাতে হবে।’
লংগদু উপজেলার উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন।
বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
প্রভাষক খোন্দকার হাসান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আজগর আলী, সহকারী অধ্যাপক মো. ওসমান গণি, সহাকরী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক মুসা তালুকদার, আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, শফিউল হুদা, ড. ঈসা কাদেরী, অমিত দাশ, মৌসুমী পারভীনসহ অন্যান্য প্রভাষক ও কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।