সমবায় ব্যতীত সুষম উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই সমবায় সমিতিগুলোকে আরও দৃঢ় এবং উন্নয়ন সাধন করতে হবে। পাশাপাশি সমবায়ে নারীদের সুযোগ সৃষ্টি এবং এগিয়ে নিয়ে আসতে হবে।
‘উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজনের মধ্য দিয়ে শনিবার বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘৪৬তম জাতীয় সমবায় দিবস’র আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এবং উপজেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাইংখ্যং ইঞ্জিনচালিত বোট মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি অমৃত সেন তঞ্চঙ্গ্যা, ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়রম্যান ও রাইংখ্যং ইঞ্জিনচালিত বোট মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুনীল কান্তি দেওয়ান এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাক্যপ্রিয় বড়–য়া।
আলোচনা সভায় উপজেলার সমবায় সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন রাইংখ্যং ইঞ্জিনচালিত বোট মালিক কল্যাণ সমবায় সমিতির সাবেক সভাপতি সাথোয়াই মার্মা, বিলাইছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ দাস, কেরনছড়ি মৎস্যচাষী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুনিক জ্যোতি তালুকদার, উপজেলা মিশ্র ফলদ বাগান সমবায় সমিতির সভাপতি রূপ কুমার তালুকদার এবং একটি বাড়ি একটি খামার অফিসের হিসাব রক্ষক বিনোদ বরন চাকমা প্রমুখ।