অরণ্য ইমতিয়াজ
এ যেনো এক ঘোষণাতেই,রাঙামাটির রাজনীতির মাঠ হুট করেই কাঁপিয়ে দিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
বুধবার রাতে পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে তিনি নিশ্চিত করেছেন, আগামী ২৪ মে অনুষ্ঠিতব্য রাঙামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তিনি।
ফলে দীর্ঘ প্রায় তিন দশক পর রাঙামাটি তথা পাহাড়ের আওয়ামী রাজনীতির বরপুত্র খ্যাত ‘দাদা’ দীপংকর তালুকদারের সাথে দৃশ্যত ‘ঠোকাঠুকি’র এদ্দিনের আলোচনাটি এবার সম্মুখ সমরেই রূপান্তরিত হলো। এখন দেখার পালা,কোথাকার জল কোথায় গড়ায় !
পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে নিখিল কুমার চাকমা বলেছেন, ‘দলের নেতাকর্মী ও কাউন্সিলররা অনেকেই আমাকে সভাপতি পদে চাইছেন,তাদের আকাংখার প্রতি সম্মান দেখিয়ে আমিও সভাপতি পদপ্রার্থী হওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। বাকিটা কাউন্সিলরদের সিদ্ধান্ত।’
নিখিল নিজেই নিশ্চিত করায় এতদিন ধরে চলা গুঞ্জন এবং আলোচনা এবার ঠিক যেনো খেই পেলো। হয়ত নতুন চমক নিয়েই আসছে রাঙামাটি জেলা আওয়ামীলীগের আসন্ন সম্মেলন,যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি।