সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক রাঙামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. রফিকুল মাওলা, জেলা ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা ওসমান গণি, কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মো. আবুল হাশেম ও ইফার সহকারী পরিচালক মো. সেলিম উদ্দিন।
বক্তারা বলেন, সমাজ থেকে অন্যায় নির্মূলে আলেম-ওলামায় ভূমিকা রাখতে পারে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সকলকে সচেতনতা সৃষ্টি করতে হবে। ইসলাম কোনও খারাপ কাজকে অনুমোদন করে না। ইসলামের কথা সকলের কাছে কাছে পৌছিয়ে দিতে হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেজন্য বিপথগামী মানুষদের বুঝিয়ে ইসলামের আদর্শ অনুযায়ী পরিচালনা করার জন্য আলেম-ওলামাদের ভূমিকা রাখা প্রয়োজন।
দিনব্যাপী এই কর্মশালায় জেলার অর্ধ-শতাধিক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।