নিজস্ব প্রতিবেদক, লংগদু
রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় নিজস্ব টিলাভূমি থেকে বাঁশ কেটে ঘরে ফেরার সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৩ জন কাঠুরিয়া গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকাল আনুমানিক ৪.৩০ টায় চাইল্যাতলী এলাকার বিমল কার্বারীর বাড়ির ঘাটে এ হামলার শিকার হয়েছেন বলে আহতরা অভিযোগে জানায়।
হামলায় আহতরা হলেন, ১.ফয়েজ উদ্দিন(৫০), ২. নুুুুরুন্নবী সুজন (২২) পিতা – ফয়েজ উদ্দিন, ৩.শওকত হোসেন (১৯)পিতা-ইদ্রিস আলী, এদের মধ্যে ফয়েজ উদ্দিন ও নুরুন্নবী গুরুতর আহত হওয়ায় আজ বুধবার(৪আগষ্ট) সকালে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয়।
আহত ফয়েজ উদ্দিন এ প্রতিবেদকে বলেন, আমরা নিজস্ব টিলা ভূমি থেকে বাঁশ কেটে বিকালে আনুমানিক ৪.৩০টার সময় বাড়িতে ফিরে আসার পথে বিমল কার্বারীর বাড়ির ঘাটে আসলে ৮/১০ জন অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসী বন্দুক ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ঘিরে ফেলে। এরপর কিছু বুঝে উঠার আগেই তারা আমাদের এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে। হামলার এক পর্যায়ে দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাড়ি আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায় তাই, রাতে আর হাসপাতালে আসতে পারিনি, ওখানেই প্রাথমিক চিকিৎসা নেই। আজ (বুধবার) সকালে হাসপাতালে এসে ভর্তি হই। অভিযোগে তারা জানায় আমরা নিয়মিত পাহাড় থেকে গাছ, বাঁশ কেটে কোন মতে সংসার চালাই। সন্ত্রাসীরা আমাদের কাছ থেকে চাঁদা না পেয়ে এই হামলা করেছে।
ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী এর কাছে এব ্যাপারে জানতে চাইলে তিনি বলেন, পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হওয়া তিন ব্যক্তি আমার কাছে এসেছিলো। তাদের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখেছি । যেভাবে সন্ত্রাসীরা তাদের মেরেছে এটা খুবই নিন্দনীয় কাজ। এব্যাপারে আমি প্রশাসনকে জানিয়েছি।