মিশু মল্লিক ॥
মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্লোগানকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটির প্রাচীন সংগঠন সনাতন যুব পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে সকাল নয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা সনাতন যুব পরিষদের সভাপতি জগন্নাথ ভদ্রের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এডভোকেট দুলাল কান্তি সরকার। মৃত্যুবরণ করা রাঙামাটির স্বনামধন্য সনাতনী ব্যক্তিবর্গের আত্মার সদগতি কামনা করে শোকপ্রস্তাব পাঠ করেন দেবাশীষ পালিত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
অজিত শীলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দীপন কুমার ঘোষ, রাঙামাটি জেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন মহাজন। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেন্টু সরকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কুশল চৌধুরী, সনাতন যুব পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, সনাতন যুব পরিষদ রাঙামাটি পৌর শাখার সভাপতি উজ্জ্বল চৌধুরী ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক রাজু শীল, বাঘাইছড়ি উপজেলা সভাপতি জুয়েল চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে সব সম্প্রদায়ের মানুষ মুক্তিযুদ্ধের জন্য লড়াই-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দেশের ক্রান্তিকালেও দেশের সনাতনী সমাজ সবসময় শুভ ও মুক্ত বুদ্ধির চর্চার মানুষের পাশে ছিল। তিনি বলেন, বর্তমানে রাঙামাটিতে যে বিভেদ চলমান রয়েছে, তা নিরসনের মাধ্যমে আগামীতে ঐক্যবদ্ধভাবে জন্মাষ্টমীসহ সব ধরনের আচার-অনুষ্ঠানের আয়োজনে আহ্বান জানান। এছাড়া জেলায় আরো দুই মডেল মন্দির নির্মাণের ঘোষণা দেন তিনি।
বিকালে সনাতন যুব পরিষদের জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি অজিত শীল ও সাধারণ সম্পাদক রাজু শীলের নাম ঘোষণা করা হয়।