রাঙামাটিতে সনাকের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য খাতে সেবার মান বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতকরন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সনাক রাঙামাটি জেলা সভাপতি চাঁদ রায়ের সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদুল আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক নিরূপা দেওয়ান, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, সাংবাদিক শান্তিময় চাকমা প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, শুধুমাত্র রাঙামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা নিয়ে নয়,রাঙামাটির প্রত্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলো নিয়েও কাজ করতে হবে। এতে করে সাধারন লোকজন সরকারের স্বাস্থ্য সেবা সম্পর্কে জানতে পারবে ও স্বাস্থ্য সেবা পাবেন।
এসময় সাংবাদিক শান্তিময় চাকমা বলেন, রাঙামাটিতে একটি বেসরকারি হাসপাতাল লেক সাইটে প্রসুতি মায়ের শুধুমাত্র সিজারই করা হয়ে থাকে। এখানে আর কোনো রোগের চিকিৎসা করা হয়না। প্রসুতি মায়েদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের সিজার করার জন্য বাধ্য করা হয়। সিজার করার কারণে একজন মায়ের নীরব স্বাস্থ্যগত নীরব মৃত্যু ঘটে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রসুতি মায়ের চরম মুহুর্তে যখন মা ও সন্তানের মৃত্যু সুনিশ্চিত ঠিক এসময় সিজার করার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু লেকসাইটে নার্স ও আয়াদের মাধ্যমে রোগির স্বাস্থ্য পরীক্ষা করেই সিজারের সিদ্ধান্ত দেয়া হয়।
প্রেসক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল বলেন, প্রসুতি মায়ের জন্য মরনঘাতি এই সিজারের ব্যবস্থা প্রথম রাঙামাটিতে কল্যান চাকমা শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় ডা. লেলিন চাকমা মাতৃমঙ্গলে শুরু করেন। রাঙামাটি সদর হাসপাতাল ও মাতৃমঙ্গলে প্রসুতি মায়েরা গেলেই তাদেরকে নরমাল ডেলিভারির চেয়ে সিজারে বাধ্য করা হয়। এই থেকে পরিত্রানের উপায় খোঁজার আহবান জানান তিনি।
এসময় রাঙামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা তুলে ধরেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদুল আলম। মতবিনিময় সভায় রাঙামাটিতে কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এইমাত্র প্রকাশিতঃ
- লংগদুতে পাড়াকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
- নানা আয়োজনে বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- থানচিতে সুলভ মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু
- রাঙামাটিতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
- বন্যার্তদের সহায়তায় বিএনপি’র অর্থ সংগ্রহ
- রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
- কাউখালীতে আটক ১