‘ইউপিডিএফ নেতা সচিব চাকমা ও নতুন কুমার চাকমার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত ষড়যন্ত্রমূলক’- এমন অভিযোগ করেছে সংগঠনটি। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক উজ্জ্বল স্মৃতি চাকমা।
তিনি বিবৃতিতে অভিযোগ করেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ইউপিডিএফ-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সচিব চাকমা ও নুতন কুমার চাকমার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত ষড়যন্ত্রমূলক, পক্ষপাতদুষ্ট ও অযৌক্তিক।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘ইউপিডিএফকে নির্বাচন থেকে দূরে রাখতে ও একটি বিশেষ দলের প্রার্থীকে বিগত দশম সংসদ নির্বাচনের মতো ছলে-বলে কৌশলে জয়যুক্ত করতে ঠুনকো ও মিথ্যা অজুহাত দেখিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
ইউপিডিএফের এই নেতা জনগণকে গণবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনকে পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে বিবেচনা করে বিজয়ের জন্য অবশ্যই সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। (বিজ্ঞপ্তি)