
‘সমাজে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। এ দেশের স্বাধীনতার জন্য এখানকার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, পাহাড়ি-বাঙালি সকলের অবদান আছে। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে।’ বুধবার সকালে লংগদুর প্রশান্তি অরণ্য কুটির বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি আরো বলেন, এ দেশে সকল ধর্মের মানুষের ধর্ম পালনে উৎসব উদযাপনে স্বাধীনতা আছে। আর এমন একটি দেশের জন্যই বর্তমান শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। এসময় তিনি বিহারের উন্নয়ন কাজের জন্য বিশ লক্ষ টাকা বরাদ্ধের ঘোষনা দেন। অনুষ্ঠানে বিহার অধ্যক্ষ বলেন, ‘বুদ্ধের নীতি ও আদর্শ মেনে চললে মানুষের মাঝে শান্তি ফিরে আসবে’
বিহার কমিটি অন্যতম সদস্য স্কুল শিক্ষক কল্যান মিত্র চাকমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য জানে আলম, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা প্রমুখ। রাঙামাটির লংগদু উপজেলায় প্রায় সবগুলো বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
উপজেলার প্রাচীন তিনটিলা বনবিহার, দুলুছড়ি জেত বনবিহার, প্রশান্তি অরণ্য কুটির বৌদ্ধ বিহার ও আর্য গিরি বন বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সংঘদান, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধমূর্তি দান ও হাজার প্রদীপ দানসহ নানা দান অনুষ্ঠান পালিত হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিেেলন জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তসহ পাঁচ শতাধিক পূণ্যার্থীবৃন্দ।