শনিবার সকালে থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষণ ইউনেস্কোতে ‘মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ^ প্রামাণ্য ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি অর্জন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় অংশ নিতে ও সংহতি জানাতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এনজিওসমূহের উপস্থিতি দেখা গেছে। রাঙামাটির সরকারি বেসরকারি প্রায় সকলের উপস্থিরি মাঝেও ব্যতিক্রম চোখে পড়লো একটিই। সেটি হলো পুরো আয়োজনের কোথাও চোখে পড়েনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে শোভাযাত্রায় অংশ গ্রহণ কিংবা আলাদাভাবে কিছু করেনি প্রতিষ্ঠানটি।
যোগাযোগ করলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজি কামাল উদ্দীন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর বলেন, ‘এটা তাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা না থাকার প্রমাণ দিয়েছে।’
রাঙামাটির জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এসএম শফি কামাল জানিয়েছেন, আঞ্চলিক পরিষদ উপস্থিত না থাকলেও সরকারের সিনিয়র সহকারী সচিব শ্রাবশ্রী রায় উপস্থিত ছিলেন।
Breraking
- রাঙামাটি ভ্রাম্যমান আদালতের প্রচারণা ও মাস্ক বিতরণ
- রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের প্রচারণা ও মাস্ক বিতরণ
- কাপ্তাইয়ে আশ্রয়ন প্রকল্পের ঘর পাচ্ছে আরো ২৬ পরিবার
- পরিচয় মেলেনি রাজস্থলীতে গুলিতে নিহত ব্যক্তির
- বাজারে বিক্রিকালীন আফ্রিকান মাগুর জব্দ; জরিমানা আদায়
- রামগড়ে বিজিবি’র বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প
- বাঘাইছড়িতে জেলেদের মাঝে ছাগল বিতরণ
- লামায় সাড়ে তিন বছরে ম্যালেরিয়ায় আক্রান্ত ৫৫৭৩ জন, মৃত্যু ১