
হেফাজত সবুজ ॥
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপদযাপন উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শেষ হয়েছে। মেলা সমাপনী উপলক্ষে রবিবার বিকেলে জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, আফসার আলী। এছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মামুন, উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, রাঙামাটির মত ছোট শহরে এই বই মেলায় চার দিনে প্রায় লাখ টাকার বই বিক্রয় হয়েছে, এতে আমি বেশ রোমাঞ্চিত। এই শহরের মানুষের বই পড়ার প্রতি আগ্রহ রয়েছে সেটা বলার অপেক্ষা রাখেনা, এই বই মেলাই তার প্রমাণ। আমরা আগামীতে আরো বড় পরিশরে বই মেলা আয়োজন করবো, বিশেষ করে সামনে ভাষার মাস রয়েছে, তাই আমরা একুশে বই মেলা বড় পরিশরেই করবো।
তিনি আরও বলেন, এক সময় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা নিয়ে বিভ্রান্তিমূলক ইতিহাস জাতির সামনে তুলে ধরা হয়েছিল। আজ আর সে সুযোগ নাই। আমরা এখন সঠিক ইতিহাস জানতে ও জানাতে পারছি। ফলে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে, তাঁর আদর্শে নিজেদের উজ্জীবিত করতে পারবে। একজন সাধারণ ঘরের সন্তান হয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। শুধু তাই নয় তিনি মানুষের মনে কথা বুঝতে পারতেন। তাই তো ৭ই মার্চের ভাষণে জাতির মনে লুকিয়ে থাকা কথাগুলো বজ্রকণ্ঠে প্রকাশ করেছিলেন। সেই ভাষণ আজ শুধু আমাদের কাছেই শ্রেষ্ঠ সম্পদ নয় সারা বিশ্বের মুক্তিকামী মানুষে সম্পদ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আলোচনা সভা শেষে বই মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাত পুরষ্কার ও অংশগ্রহণকারী স্টল মালিকদের সনদপত্র প্রদান করা হয়। পরে শিশু শিল্পীদের অংশগ্রহণে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা।