নিজস্ব প্রতিবেদক ॥
শেখ কামাল বিসিবি অনুর্ধ্ব-১৮ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের প্রতিযোগিতায় চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে বৃহস্পতিবারের খেলায় তুমুল উত্তেজনার মধ্য দিয়ে রাঙামাটি জেলা মৌলভীবাজার জেলার কাছে হারলো ২ উইকেটে।
প্রথমে ব্যাট করে রাঙামাটি জেলা দল ৩৬ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায়। গত ম্যাচের টপ স্কোরার আব্দুল কাইয়ূম ১৫ রানে অপরাজিত থাকলেও রাঙামাটির অন্য ব্যাটসম্যানেরা তাকে সঙ্গ দিয়ে ক্রিজে থাকতে পারেনি। মৌলভীবাজার জেলার বোলার অনুপ কান্তি পাল ৫ উইকেট নিয়ে রাঙামাটি জেলাকে ছোট স্কোরে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন।
লাঞ্চ বিরতির পর মৌলভীবাজার জেলা ১০২ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে রিটন ত্রিপুরা, আরিয়ান ইসলাম বাঁধন ও রেদোয়ানুল হকের বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শংকায় পড়ে। রাঙামাটির ফিল্ডারদের কিছু ক্যাচ মিসের কারণে মৌলভীবাজার ২ উইকেটে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয়। রাঙামাটির রেদোয়ানুল হক ৪, আরিয়ান ইসলাম বাঁধন ২ ও রিটন ২ উইকেট করে নেন। মৌলভীবাজারের আব্দুল লতিফ সামি ৪২ রান করেন। মৌলভীবাজার টানা ৩ ম্যাচ জিতে ভেন্যু চ্যাম্পিয়ন হয়।
রাঙামাটি জেলা দলের সাথে বেনু দত্ত ম্যানেজার ও মহিতোষ দেওয়ান কোচ হিসেবে রয়েছেন।