যতই ঈদুল আযহার দিন ঘনিয়ে আসলে ততই শেষ মুহুর্তের ব্যস্ততা বাড়ছে রাঙামাটির কামার পল্লীতে। সকাল থেকে রাত পর্যন্ত লোহার ঝনঝনানি শব্দে মুখরিত হচ্ছে দোকানগুলোর আশপাশ। যেন দম ফেলার ফুসরত নেই।
কোরবারি কেন্দ্র করে শহরের প্রতিটি কামারের দোকানে ভীড় করছেন কোরবানি দাতারা। কেউ কেউ কিনছেন নতুন পশু জবায়ের ছুরি, দা, বৌটি, মাংস কাটার অন্যান্য সরঞ্জাম। আবার কেউ কেউ আসছে পুরনো দা-ছুরিতে শান দিতে। আর ঈদুল আযহার আগ মুহুর্তেই ক্রেতা বিক্রেতার আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে কামারের দোকানগুলো।
রাঙামাটি শহরের সবচেয়ে বেশি কামারের দোকানই রিজার্ভ বাজারের জেটিঘাট এলাকায় অবস্থিত। এ এলাকায় শহরের লোক ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা-যাওয়া করা লোকজনদের ভীড়ও লক্ষ্যনীয়।
রিজার্ভ বাজার এলাকার দোকানদার পল্লব কর্মকার জানান, অন্যবারের চেয়ে নতুন দা ছুরির চাহিদা কম হলেও, পুরানো দা ছুরির শান দিতে আসছে অনেকে। যা সময় মত সরবরাহ করতে আমাদের হিমসিম খেতে হচ্ছে। আশাকরছি আজকের ক্রেতার সব অর্ডার তাদের বুঝিয়ে দিতে পারবো।
তিনি আরও বলেন, বছরের সব সময়ই আমাদের কমবেশি কাজ থাকেই, কিন্তু এই সময়টা আসলে চাপ অনেক বেড়ে যায়। একেবারেই দম ফেলার ফুরসত পর্যন্ত থাকেনা।
লংগদু যাওয়ার সময় কোরবানের জন্য ছুরি কিনে নেয়া ক্রেতা আজিজ জানান, ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, যাওয়ার সময় চোখে পড়লো তাই দুইটা ছুরি কিনে নিলাম, দামও দেখছি কম আছে।