খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়া এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার বিকেলে উত্তর গঞ্জপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তার প্রতিবেশী এক শিশুকে প্রথম শ্রেণীতে ভর্তি করে নতুন বই দেয়ার প্রলোভনে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যায়। অফিস কক্ষে শিশুটিকে ধর্ষণের চেষ্টাকালে তার চিৎকারে লোকজন গিয়ে প্রধান শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করে।
এঘটনায় শিশুর মা বাদি হয়ে খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
Previous Articleঅবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
Next Article জাতীয় সমাজসেবা দিবসে লংগদুতে র্যালী
৩ Comments
বুঝতেছি না আজকাল বৃদ্ধ /বয়স্কদের মানবিকতা ও নৈতিক অবক্ষয় বেড়েই যাচ্ছে।
উপযুক্ত শাস্তি কামনা করি
আটক না করে সঙ্গে সঙ্গে গুলি করে শেষ করো কুকুরকে