‘আজকের শিশুরাই আগামীর তরুণ প্রজন্ম। শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু মানে একটি দেশের ইতিহাস। আজকের শিশুদের তার আদর্শকে জানতে হবে। তাঁর আদর্শকে ধারণ করতে হবে। তাঁর আদর্শকে লালন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নসাধ বাস্তবায়নে সবাই মিলে দেশকে দুর্নীতিমুক্ত গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর মত আদর্শবান ও সৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে শিশুদের সকল অধিকার নিশ্চিত করতে হবে। ’
শনিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ‘বঙ্গবন্ধুর জন্মদিন রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন প্রতিযোগিতা এবং একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে সকল অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেকুল মওলা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কৌশিক চাকমা, উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়–য়া, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে কোরান তেলওয়াত পাঠ করেন কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ. মোস্তফা, গীতা পাঠ করেন বিলাইছড়ি বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ চক্রবর্তী ও ত্রিপিটক পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়–য়া।
আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধু প্রতিকৃতি অংকন প্রতিযোগি শিক্ষার্থীদের পুরস্কার বিরতণ করা হয়।