কোভিড-১৯ এর বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে বিরুপ প্রতিক্রিয়া পড়েছে শিশুজীবনেও । সারাদেশের বড় থেকে ছোট নিম্ন আয়ের সবার জন্য ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রাণ সামগ্রীর সাথে সাথে পরিবারের শিশুদের জন্য প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য রাঙামাটির লংগদু উপজেলায় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে লংগদু উপজেলা ছাত্রলীগ।
সোমবার সকালে উপজেলা সদরের সামাজিক দূরত্ব বজায় রেখে এই শিশু খাদ্য সামগ্রী পাঁচ শিশুর হাতে বুঝিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম অপুসহ বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতাকর্মী।
এসময় শিশু খাদ্য বিতরণ কার্যক্রমকে উৎসাহ দিতে উপস্থিত হন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাঈনুল আবেদিন। তিনি মহতি এই কাজের ভূয়সী প্রশংসা করেন।
লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম অপু বলেন, দেশরতœ শেখ হাসিনার এই উপহার আর ছাত্রলীগের ভালোবাসা পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছি, তা যথাযথ ভাবে ব্যস্তবায়ন কারার চেষ্টা করবো। তালিকা অনুযায়ী উপজেলা ছাত্রলীগর নির্দেশে সবার বাসায় এসব শিশু খাদ্য পৌঁছে দেওয়া হবে।
লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ (বাবু) বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ও জননেতা দীপংকর তালুকদারের নির্দেশ মোতাবেক করোনার প্রকোপ শুরুর সাথে সাথে মাঠে লংগদু আওয়ামী লীগ সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। মহামারী যতদিন বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরো বলেন, শিশুদের কথা কেউ মনে না রাখলেও দেশরতœ শেখ হাসিনা ঠিকই মনে রেখেছেন। তাই শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। সেইসব খাদ্য সামগ্রী তালিকা করে প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে উপজেলা ছাত্রলীগ। এই কারণে তাদের ধন্যবাদ জানাই।