শিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘দাসত্ব’ তৈরির কারখানা নয় মন্তব্য করে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেছেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞানভিত্তিক চর্চা না থাকাতে নতুন প্রজন্ম সাম্প্রদায়িক ও মৌলবাদের দিকে এগুচ্ছে।
শুক্রবার বিকালে রাঙামাটি শিশু একাডেমী মিলনায়তনে শহর ছাত্র ইউনিয়ন আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।
বর্ষবরণের যৌন নিপীড়ন বিরোধী এই নেতা আরও বলেন, এই সরকার আমলে পাঠ্য বইয়ে ভুল-ত্রুটি ও প্রগতিশীল লেখকের লেখা বাদ দিয়ে দেশকে আরো মৌলবাদের দিকে এগিয়ে নিয়েছি, যা অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কখনোই কাম্য নয়।
এসময় রাঙামাটি শহর ছাত্র ইউনিয়নের সভাপতি নোবেল বড়ুয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক ও সাবেক ছাত্র নেতা সুনীল কান্তি দে, রাঙামাটি জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অনুপম বড়িয়া শংকর, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান নোবেল, সদস্য অটল ভৌমিক, রাঙামাটি জেলার সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক মিশু দে, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাঙামাটি শহরের আহ্বায়ক আশাধন চাকমা প্রমুখ।
আলোচনা সভার শেষের দিকে কুইজে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সেরা ১০ জনকে বিশেষ পুরস্কারসহ মোট ৪০ জনকে ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।