
আরমান খান, লংগদু ॥
দেশের সকল উপজেলাসহ পাহাড়ের সকল উপজেলায় সরকারি কলেজ এখন আর কোনো স্বপ্ন নয়। এখন প্রতিটি উপজেলায় একটি করে কলেজকে জাতীয়করণ করা হয়েছে। যা বর্তমান সরকারের একটি অভূতপূর্ব সাফল্য। বিগত দিনে একটি স্বার্থান্বেষী মহল পাহাড়ের শিক্ষার উন্নয়নে বাধা প্রদান করেছে। এখানে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ^বিদ্যালয় নির্মাণেও তারা বাধা দিয়েছে। তবে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের সাহসী ভূমিকা এবং সরকারের আন্তরিকতায় শিক্ষার প্রসারে এগিয়ে যাচ্ছে এই অঞ্চল। দেশের উন্নয়নে সবাইকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে। পাহাড়ের মানুষ শিক্ষা-দীক্ষায় এগিয়ে গেলে দেশের অগ্রযাত্রায় তারাও ভূমিকা রাখতে পারবে।
রাঙামাটির লংগদু উপজেলার ডানের লংগদু নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন খাদ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এছাড়াও তিনি ২০১৭ সালে প্রতিষ্ঠিত লংগদু কলেজ পরিদর্শন করেন এবং কলেজের ফান্ডে দুই লক্ষ টাকা সহায়তার আশ^াস দেন। এবং কলেজের অবকাঠামো উন্নয়নে ব্যবস্থা নেবেন বলে জানান।
রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়টিতে একটি একতলা ভবন নির্মিত হয়। লংগদু সদর ইউনিয়নের বড়াদম এলাকায় ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা দুই শতাধিক। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক নানা কর্মকান্ডে স্বনামধন্য এই বিদ্যাপীঠে শিক্ষক ও কর্মচারী আছেন মোট ১১জন। তবে বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়াতে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়দের সহযোগিতায় সামান্য বেতনে শ্রেণি কার্যক্রম অব্যহত রেখেছেন শিক্ষকমন্ডলী।
সমাজসেবক ও শিক্ষানুরাগী নিরুপন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়টির নিয়মিত পাঠদানসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত রেখেছে। এখানে শিক্ষক মিলনায়তন, প্রধান শিক্ষকের কক্ষ ও ওয়াশব্লকের শূন্যতা আছে। পাশাপাশি বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে শিক্ষকরা একটা সম্মানজনক জীবনযাপন করতে পারবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রকি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য আছমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ইউএনও মাইনুল আবেদীন, ওসি আরিফুল আমিন, জেলা পরিষদের প্রকৌশলী এরশাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সেলিম মেম্বার, সহ সভাপতি ওয়াশিনটন চাকমা, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, নারীনেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আফরোজ হাওয়া।