খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ে এক ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার দিনব্যাপী এ’ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পুমউবি’র প্রধান শিক্ষক শান্তিময় চাকমার উদ্যোগে আয়োজিত ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন। এতে শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ ওয়েবসাইট ব্যবহার, মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা, বিষয়ভিত্তিক কন্টেন্ট তৈরিসহ শিক্ষায় প্রযুক্তি ব্যবহার সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, আইসিটি ফর এডুকেশন- খাগড়াছড়ি জেলা অ্যাম্বাসেডর মো. তহিদুর রহমান।
ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ’ ধরণের ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে জানিয়ে প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার মান ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য বর্তমান যুগে প্রযুক্তি ব্যবহার’র বিকল্প নেই। এ’জন্য এমন উদ্যোগ নিয়েছি। এটি নিয়মিত করা হবে। তবে কেবল প্রশিক্ষণ নিলেই হবে না;এর পাশাপাশি নিয়মিত চর্চাও করতে হবে।”