খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজের ৪০ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার একাংশ। মঙ্গলবার সকালে হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, জেলা সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা কামাল, জেলা যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক বাবু মৃদুল বডুয়া প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের একাদশ, দ্বাদশ ও ডিপ্লোমা ইঞ্চিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে ৩০ সেটসহ মোট ৪০ জনকে বই বিতরণ করা হয়। এছাড়া আগামী দুই বৎসরের জন্য কলেজটিতে ১৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে ইব্রাহিম খলিলকে সভাপতি ও সোহেল আরিয়ানকে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত করা হয়। আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো: জাহিদ হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
1 Comment
very good.