নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রাঙামাটি পৌরসভা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের আওতায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরন করা হয়। বুধবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
রাঙামাটির পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৈত্রী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ ছাত্র-ছাত্রীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকার সকলের শিক্ষা নিশ্চিত করতে নানা ধরনের পদক্ষেপ নিয়ছে তারই ধারাবাহিকতায় আজকের এই সহায়তা। এমন সহায়তা আগামীতেও চলমান থাকবে।
শিক্ষা উপকরণের মধ্যে ব্যাগ, খাতা, কলম, কাটার, পেনসিল, রাবার, স্কেল প্রদান করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হেলাল উদ্দিন, কাউন্সিলর জোৎসনা বেগম, কাউন্সিলর জুবাইতুন নাহার, কাউন্সিল সন্তোষ চাকমা ও কাউন্সিলর নির্মলা দেওয়ান।