লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটির লংগদু উপজেলার মেধাবি ও পরিশ্রমী শিক্ষক আশরাফুল আলম (৩৫) দূরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাঁর ব্যয়বহুল চিকিৎসার জন্য বিপুল অংকের অর্থের প্রয়োজন। দরিদ্র আশরাফুলের পক্ষে তার চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী আশরাফুলের সংসারে স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।
স্থানীয় একটি মাদ্রসায় খন্ডকালীন শিক্ষকতা করতেন আশরাফুল আলম। করোনাকালীন সময়ে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় বেকার হয়ে পড়া আশরাফুল মটরসাইকেলে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করতেন। কয়েকমাস আগে তার লিভার সিরোসিস ধরা পড়ে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও অসুস্থতার কারণে কাজে যোগ দিতে পারেননি আশরাফুল। বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আশরাফুল আলম।
শিক্ষক আশরাফুলকে বাঁচাতে তার জন্য চিকিৎসা তহবিল সংগ্রহ করতে মাঠে নেমেছেন তার সহকর্মী, বন্ধু ও স্বজনরা। আশরাফুলের চিকিৎসার জন্য বিশ লক্ষ টাকার প্রয়োজন। তারা সমাজের ও দেশের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। আশরাফুলকে বাঁচাতে এগিয়ে আসুন।
সাহায্য পাঠাতে যোগাযোগ করুন সোনালী ব্যাংক হিসাব নম্বর ৫৪১৩১০০০০৭১১৩, ইসলামী ব্যাংক হিসাব নম্বর ২০৫০৭৭৭০২০৫৪০২৪০৫, বিকাশ ০১৮৮১-৬৩০৪৬৭, ০১৫৬৮৩০৩০৬০ নগদ ০১৫৫৭৪৩০৯৪১, রকেট ০১৮২৩-৩৭৮৯৪০।