
আমাদের দেশে বর্তমানে শিক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। সরকারের নানা কর্মকান্ডের মধ্যে বছরের প্রথম দিন বই বিতরণ এক বড় সাফল্য। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ বিশ্বে সুনাম কুড়িয়েছে। বিশ্বের কাছে আমাদের মুখ উজ্জ্বল হয়েছে। রাঙামাটির লংগদু উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর শওকত আলম একথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন সোনার বাংলা গড়তে চেয়েছিলেন ইতোমধ্যে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পূর্ণাঙ্গ শিক্ষা প্রদানের জন্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. নুরুল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, রাবেতা মডেল কলেজের প্রভাষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য হারুনুর রশিদ, লংগদু উপজেলা প্রেসক্লাব’র সভাপতি ও অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এখলাস মিঞা খান, সুরেশ চান চাকমা (কার্বারি), বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও স্থানীয় সাংবাদিক আবু দারদা খান আরমান, শিক্ষক মো.আখতারুজ্জামান, বিদায়ী শিক্ষার্থী তাসলিমা আক্তার, পারভেজ ইসলাম, ছাত্র ফাহাদ আনজুম প্রমূখ।
গত রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষকরা শ্রেণিকক্ষে আমাদের মনুষত্বের শিক্ষা দিয়েছেন, মানবিকতার শিক্ষা দিয়েছেন, দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন, আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছেন। যে রসদটুকু দিয়েছেন যে পুঁজিটুকু দিয়েছেন। এ পুঁজি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এ ভিত্তিটুকু যদি আমরা মজবুত করে নিয়ে যেতে পারি আগামী দিনের যে কোনো প্রতিযোগিতায় যে কোনো অবস্থানে পৃথিবীর যেখানে যাই না কেন আমরা অবশ্যই বিজয়ী হবো। মাধ্যমিক স্তরের শিক্ষকরা হচ্ছেন হ্যামিলনের বাঁশিওয়ালা। আপনার বাঁশির সুর মন্ত্রমুগ্ধের মতো আমাদের শিক্ষার্থীরা শোনে এবং তারা শিখে নেয়। শিক্ষকদের কোনো জাত হয় না ।
বক্তব্য প্রদানের আগে অতিথিদের ফুল ও ব্যাচ পরিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এসময় অতিথিদের বিদ্যালয়ের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান’র সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন, রাবেতা প্রজেক্টের কো-অর্ডিনেটর শাহীন আলম, মাইনীমূখ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী।
দিনব্যাপী নানা পুরস্কার, সম্মাননা ও প্রীতি উপহার প্রদানের মাধ্যমে বিদ্যালয়ের ১২শ শিক্ষার্থীর পদচারণায় মূখর ছিল দুর্গম পাহাড়ে আলো ছড়ানো শিক্ষা প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়।