রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় অনেক শিক্ষকরাই কর্মরত রয়েছেন। যারা শহর থেকে রোজ স্কুলে যেন এবং পাঠ কার্যক্রম শেষে আবারো শহরে ফিরে আসেন। সে সকল শিক্ষকদের জন্যে নৌ পরিবহন ভাড়া অর্ধেক নেয়া হয় বলে জানিয়েছেন নৌ পরিবহন সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম। বৃহস্পতিবার সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এতে তিনি আরো বলেন, রাঙামাটির বেশিরভাগ উপজেলা হচ্ছে পানি পথে। সেসব উপজেলায় অনেক শিক্ষকই কর্মরত আছে যারা রোজ সকালে রাঙামাটি শহর থেকে নৌ পরিবহনে করে কর্মস্থলে যায় আবার বিকালে ফিরে আসে। সে সব শিক্ষকদের নৌ পরিবহন ভাড়া নির্দিষ্ট পরিমাণ থেকেও অর্ধেক নেয়া হয়। শুধু বর্তমানে নয় এর আগের থেকে এভাবে ভাড়া নেয়া হতো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকদের না চেনার কোন কারণ নেই, সবাই রাঙামাটির মানুষ, তাই আমরা শিক্ষকদেরকে চিনতে পারবো। তবে প্রয়োজন সাপেক্ষে আইডি কার্ডটি দেখালে কোনও সমস্যা হবে না।
7 Comments
এত দিন শুনছি শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া, আর এখন দেখছি শিক্ষক, , জানি না আরও কত কিছু দেখতে হবে”!!
Ami tai vabsi…arw koto ki dekte hobe….vogobane jane
যাত্রীবাহী লঞ্চে শুধু যাত্রী পরিবহণ করা হবে,কোন বাণিজ্যিক পণ্য,গবাদি পশু পরিবহণ করা হবে না,সরকারী কর্মকর্তা/কর্মচারীদের নিয়মিত যাতায়াতের জন্য পৃথক সার্ভিস প্রদান করার ঘোষণা আসা প্রয়োজন।
ছাত্ররা কি দোষ করলো
শিক্ষার্থীদের হাফ ভাড়া হলে ভালো হয়।।
অনেক ভাল উদ্যোগ কর্তৃপক্ষের ৷
লঞ্চ মালিকদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।