রাঙামাটি শহরের মাঝেরবস্তি শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু। এসময় স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা।
উদ্বোধন অনুষ্ঠানের পর থেকে দিনব্যাপি আনন্দমূখর পরিবেশে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন আহমদ। এতে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক নাসির উদ্দির তালুকদার, স্কুলের প্রধান শিক্ষক পূর্ণিমা বড়ুয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা একটি জাতিকে আলোর পথ দেখায়। বিশ্বের সকল জাতি শিক্ষার মাধ্যমে নিজের দেশকে তুলে ধরে। বাংলাদেশের হাজারো মেধাবি শিক্ষার্থী রয়েছে যাদের জন্যে বিশ্ব বাংলাদেশ নামক দেশ সম্পর্কে জানে ও চিনে।
বক্তারা আরো বলেন, শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই। প্রতিটি সন্তানকে শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে, এর জন্যে শিক্ষকদের পাশাপাশি অভিবাবকদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা।
আলোচনা সভার শেষে পুরস্কার বিতরণ করা হয়।