সৈকত বাবু
নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রক্রিয়ার অন্যতম সংগঠক শহীদ কমরেড আব্দুর আব্দুর রশিদকে স্মরণ করছে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৪ জুন শনিবার সকালে রিজার্ভ বাজারে অবস্থিত আব্দুর রশীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে এক আলোচনা সভার আয়োজন করে জেলা যুব ইউনিয়ন।
এতে বক্তারা বলেন, অশান্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনের জন্য কাজ করেছিলেন আব্দির রশীদ। এখনও পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি স্থাপন হয় নাই। পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি আব্দুর রশিদকে হত্যায় জড়িতদের বিচারও দাবি করা হয় সমাবেশ থেকে। রাঙামাটি জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও রশীদের ভাই হাজী কামাল উদ্দিন, আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রুহুল আমিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনিল কান্তি দে, রাঙামাটি জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড সমীর কান্তি দে, যুব ইউনিয়নের সাবেক সভাপতি জিসান বখতেয়ার, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নিউটন চাকমা প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে রাঙামাটি শহরের বনরুপায় সন্ত্রাসীরা শহীদ আব্দুর রশীদকে গুলি করে হত্যা করেন। শহীদ আব্দুর রশিদ তৎকালীন যুবইউনিয়নের সভাপতি, স্থানীয় পত্রিকা পার্বত্য বার্তার সম্পাদক, চেম্বার অব কমার্স সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল।