ব্রেকিংরাঙামাটিলিড

শহীদমিনারের অভিন্ন কাঠামো নির্মাণ নীতিমালার দাবি ‘জীবন’র

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারি ২০১৯ রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে চমকপ্রদ এক প্রতিযোগিতার আয়োজন করে অনলাইন ব্লাড ব্যাংক ‘জীবন’।
এই প্রথমবার শহীদ মিনার তৈরীর প্রতিযোগিতার আয়োজন করেছে সংগঠনটি। সহজলভ্য কাঁচামাল ব্যবহার করে ছাত্র-ছাত্রীরা তৈরী করেছে শহীদ মিনার। ছোট শিশুরা এঁকেছে তাদের চোখে যেমনভাবে ধরা দিয়েছে ভালোবাসার স্তম্ভটি৷
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ৯টি কলেজ ও ২৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ১৮টি শহীদ মিনারের মডেল জমা পড়ে এই প্রতিযোগিতায়।
প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিলো সারা দেশে অভিন্ন গড়নের শহীদ মিনার তৈরীর নীতিমালা প্রণয়নের জন্য দাবি উপস্থাপন৷
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুশিল্পী মোহাম্মদ রেজাউল করিম ও মোঃ ইব্রাহীম, সাংবাদিক মোহাম্মদ সোলাইমান ও ছাত্র প্রতিনিধি সুলতান মোহাম্মদ বাপ্পা। সহ-সভাপতি অমিরাজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইদা জান্নাত ও বিশাল চৌধুরী।
জীবন এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশে এখনো শহীদ মিনার কোন নির্ধারিত অবকাঠামো নীতি মেনে তৈরী হচ্ছেনা৷ এই সুযোগ নিয়ে বিভিন্ন কুচক্রী আমাদের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে৷ আমাদের দাবী সারাদেশে যতগুলো শহীদ মিনার তৈরী হবে, তার জন্য যেন একটি অভিন্ন অবকাঠামোর নীতিমালা প্রণয়ন করে দেয়া হয়৷”
জীবন সমন্বয়ক মোবারক হোসেন চৌধুরী রানা বলেন, “আমরা চাই প্রতিটি শিশু ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে সচেতন হোক৷ এজন্যই আমরা তাদের নিয়ে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি৷

পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, “আমরা রাঙামাটি পৌরসভা থেকে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরী করে দিয়েছি৷ তবে ভবিষ্যতে অবশ্যই একটি অভিন্নঅবকাঠামো নীতি আসাকে আমরা সাধুবাদ জানাবো৷ জীবন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই আমাদের ভাবমূর্তি দেশে সুপ্রতিষ্ঠায় ভূমিকা রাখবে৷”
সংগঠনের সাংগঠনিক সম্পাদক নীলাভ চৌধুরী আয়োজকদের পক্ষে সকলের কাছে অনুরোধ করেন যেন প্রস্তাবনার পক্ষে সবাই একাত্বতা ঘোষণা করেন৷
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর গবেষণা সংস্থা সিআরআই এর পক্ষ থেকে পাঠানো বই “বঙ্গবন্ধুর উদ্ধৃতি’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা৷

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eight =

Back to top button