
পার্বত্য শহর রাঙামাটিকে ছাড়ছেই না যেনো মরনব্যাধি করোনা। সোমবার সিভাসু থেকে আসা রিপোর্টে শহরে নতুন করে আরো ১১ জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিঁভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
এনিয়ে জেলায় মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৬০২ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪১৭ জন। মারা গেছেন ৯ জন। এখনো আইসোলেশনে আছেন ৯ জন।
প্রসঙ্গত,গত ৬ মে তারিখে প্রথমবারের মতো দেশের সর্বশেষ জেলা হিসেবে করোনা শনাক্ত হয় রাঙামাটিতে। সেইসময় ৪ মাস বয়সী এক শিশুসহ চারজন সনাক্ত হয়।
সোমবার পর্যন্ত রাঙামাটি জেলা থেকে ২৮৫৬ জনের নমুনা সয়গ্রহ করে পাঠানো হয়,যার মধ্যে ২৭৪৯ জনের রিপোর্ট এসেছে এবং আক্রান্ত হয়েছেন ৬০২ জন।
শনাক্তদের মধ্যে সবচে বেশি আক্রান্ত হয়েছেন রাঙামাটির শহরেই। এখানে শনাক্ত হয়েছেন ৩৯০ জন। দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে কাপ্তাই উপজেলায় ৯৭ জন। এছাড়া বাঘাইছড়িতে ১৫ জন,লংগদুতে ১০ জন, বরকলে ৫ জন, জুরাছড়িতে ২৩ জন, বিলাইছড়িতে ১৩ জন, রাজস্থলীতে ৯ জন, কাউখালীতে ৩০ জন, নানিয়ারচরে ৯ জন শনাক্ত হয়েছেন।