ইয়াছিন রানা সোহেল ॥
পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারী লোকজনদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি শহরের ৯ওয়ার্ডে ২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ধসের আশংকা দেখা দেয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে মাইকিং করা হচ্ছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। রাঙামাটি শহরের শিমুলতলী, রূপনগর, লোকনাথ মন্দির, ভেদভেদি মুসলিম পাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে আহবান জানান।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। পাহাড়ের ঝুঁকিতে বসবাসরত লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য ২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।