সাইফুল হাসান ॥
জ্বালানি তৈলের দাম বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি শহরের একমাত্র অভ্যন্তরীণ পরিবহন অকটেন চালিত সিএনজি অটোরিক্সা চালকদের সাথে যাত্রীদের বাকবিতন্ডাকে কেন্দ্র করে অটোরিক্সা বন্ধ করে রেখেছে রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন। এ সুযোগকে ব্যবহার করে বেশি দামে ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করছে মোটর সাইকেল চালকরা।
শনিবার সকালে হঠাৎ তেলের দাম বৃদ্ধি পাওয়ার ঘটনার কারণে শহরের একমাত্র অভ্যন্তরীণ পরিবহণ অটোরিক্সা চালকরা বেশি দামে ভাড়া নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের সাথে বাকবিতন্ডা হয়। পরে অটোরিক্সা শ্রমিকরা অবরোধ ডাক দিয়ে বসেন, এ ঘটনাকে পুঁজি করে সাধারণ মোটর সাইকেল চালকরা বেশি ভাড়া নিয়ে যাত্রী পরিবহনের প্রমাণ পাওয়া গেছে সরেজমিনে।
মোটরসাইকেল যাত্রী আল মামুন বলেন, সিএনজি অটোরিক্সা বন্ধ তাই না পারতে মোটর সাইকেল নিয়ে যেতে হচ্ছে। মোটর সাইকেলে করে ভেদভেদী থেকে বনরূপা ৫০ টাকা যেখানে অটোরিক্সা ভাড়া ১২ টাকা আবার ভেদভেদী থেকে রিজার্ভ বাজার ভাড়া মোটর সাইকেলে ১০০ টাকা, যেখানে অটোরিক্সায় ২৪ টাকা।
মোটর সাইকেল চালক বিটু চাকমা বলেন, অটোরিক্সা বন্ধ তাই আমি ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করছি। ভাড়া বেশি নিচ্ছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের পৌঁছে দিচ্ছি এটাই তো বেশি।
এদিকে অভ্যন্তরীণ পরিবহন বন্ধের সাথে সাথে বন্ধ রয়েছে দূর পাল্লার গাড়িও, তাই চরম ভোগান্তিতে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটির মানুষ।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, প্রজ্ঞাপন আসলে আমরা সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করবো। পরিস্থিতি সামলানোর জন্য পরিবহন শ্রমিক নেতাদের সাথে বসার ব্যবস্থা করছি।