শরতের এক পড়ন্ত বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের সঞ্চালক ঝুলন দত্ত এবং খোদেজা আক্তার ভাষা যখন অনুষ্ঠান শুরু করার ঘোষণা দেন তখন হল ভর্তি দর্শক তুমুল করতালিতে স্বাগত জানান উপস্থাপকদ্বয়কে। অনুষ্ঠানের শুরুতে ক্ষুদে নৃত্য শিল্পী বিন্তী ধর নীলা পরিবেশন করেন নজরুলের ‘সৃজন ছন্দে আনন্দে’ গানটির সাথে নৃত্য।
শুক্রবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব এবং কাপ্তাই এর সাবেক নির্বাহী কর্মকর্তা বাবলু কুমার সাহা ও তার সফর সঙ্গীদের সম্মানে শিল্পকলা একাডেমীর শিল্পীদের গান এবং উপজাতীয় নৃত্য পরিবেশনা তুমুল করতালিতে উপভোগ করেন উপস্থিত দর্শক ¯্রােতা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বেতার শিল্পী মো রফিকের কন্ঠে নজরুল ও আধুনিক গান, বেতার শিল্পী রওশন শরীফ তানির কন্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। লালন শিল্পী উর্মি বণিকের কন্ঠে মাতৃ সঙ্গীত এবং রাতুল বৈদ্যের কন্ঠে হারানো দিনের গান সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরোও আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে স্থানীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের পরিবেশনায় তঞ্চঙ্গ্যা নৃত্য এবং মারমা সম্প্রদায়ের ছাতা নৃত্য দর্শকের অকুন্ঠ প্রশংসা অর্জন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্র সংগীতে সহায়তা করেন ফনীন্দ্র লাল ত্রিপুরা, ঝুলন দত্ত, অভিজিত দাশ এবং অর্নব মল্লিক।
অনুষ্ঠানের ২য় পর্বে কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন মঞ্চে আহ্বান করেন আমন্ত্রিত অতিথিদের। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম। এরপর একে একে অনুভূতি ব্যক্ত করেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চট্টগ্রামের উপ পরিচালক মো: আব্দুল খালেক, কেপিএম এর মহাব্যবস্থাপক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন খান, আবাসিক প্রকৌশলী আশফাকুর মুজিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী। এরপর মঞ্চে আসেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি তারিকুল আলম। তিনি সকলকে শিল্পকলা একাডেমীর পক্ষ হতে স্বাগত জানান এবং সবশেষে তিনি পরিবেশন করেন একটা হারানো দিনের গান। সবশেষে অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিক মোশাররফ হোসেন মঞ্চে আমন্ত্রণ জানান অনুষ্ঠানের মধ্যমনি বাবলু কুমার সাহাকে। তিনি মঞ্চে এসে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয় একটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকে অভিভূত করেন। শরতের এই বিকেলে এরকম একটা অনুষ্ঠান উপভোগ করতে পেরে উপস্থিত সুধীজন আয়োজকদের ধন্যবাদ জানান।