রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ(এলজিএসপি-৩) অর্থায়নে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ছাত্রছাত্রীদের মাঝে স্কুল পোশাক বিতরণ করা হয়েছে।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল আমিনের সঞ্চালনায় এবং ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি এলজিএসপি-৩ ডিস্ট্রিক্ট ফ্যামিলিটেটর নিকন চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম, প্রধান শিক্ষক এসএম আশরাফ হোসেন, মহিলা ইউপি সদস্য সালমা আকতার, মাসুম তালুকদার, আবু মুছা প্রমুখ।