কাপ্তাই প্রতিনিধি ॥
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৯ জন সাধারণ সদস্যের শপথ গ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কিন্নরীতে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুনতাসির জাহান নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এইসময় তিনি বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত, এলাকার উন্নয়নে আপনাদের ভূমিকা বেশি, তাই আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আপনারা অবশ্যই সততা, দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিবেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, কাপ্তাই নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী উপস্থিত ছিলেন।