নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি শক্তিমান চাকমার দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুর তিনটার আগেই তার সমাধি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ জানান।
ওসি আব্দুল লতিফ জানান, আমরা শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে থেকে মহালছড়ি এলাকায় গন্ডগোলের খবর শুনেছি। বিকেল তিনটার আগেই শক্তিমান চাকমার দাহক্রিয়া সম্পন্ন করে সমাধি করা হয়েছে। এসময় শক্তিমান চাকমা আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।