লামা প্রতিনিধি ॥
যুব মহিলা লীগের বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌর শহর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের লামা উপজেলা ও পৌর শাখার আয়োজনে শনিবার দিনগত রাতে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে এক মত বিনিময় সভায় দলের জেলা ও উপজেলা থেকে আগত উপস্থিত নেতা কর্মীদের সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। মতবিনিময়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় আইচ, সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, জেলা যুব মহিলা লীগের সদস্য সচিব নারগিস সুলতানা, সদস্য হ্লাচিংপ্রু চৌধুরী ও আঁখি দাশ, জেলা পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমী দাশ ও জেলা পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ওমেপ্রু মার্মা প্রমুখ। এ সময় মিল্কী রানী দাশকে সভাপতি, ফারজানা আক্তারকে সাধারণ সম্পাদক, জান্নাতুল ফেরদৌসকে সাংগঠনিক সম্পাদক ও মোনতাহিনা জান্নাত স্বর্ণাকে প্রচার সম্পাদক করে উপজেলা যুব মহিলা লীগের এবং মহিলা আক্তারকে সভাপতি, সুলতানা বেগমকে সহ-সভাপতি, কুমকুম দাশকে সাধারণ সম্পাদক, জিন্নাত আরা বেগমকে যুগ্ন-সাধারণ সম্পাদক, এমাচিং মার্মাকে সাংগঠনিক সম্পাদক ও জাহেদা বেগমকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে পৌর যুব মহিলা লীগের আংশিক কমিটি গঠন করা হয়। পরে বান্দরবান জেলা যুব মহিলা লীগের সদস্য সচিব নারগিস সুলতানা গঠিত কমিটির নেতৃবৃন্দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন।
কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বান্দরবান যুব মহিলা লীগের সদস্য সচিব নারগিস সুলতানা বলেন, আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার শর্তে লামা উপজেলা ও পৌর যুব মহিলা লীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র হাতকে আরো শক্তিশালী করতে এসব কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয় বলেও জানান নারগিস সুলতানা।