মাছের উৎপাদন বৃদ্ধি, আয় বাড়ানো ও পুষ্টি উন্নয়নের লক্ষে বান্দরবানের লামা উপজেলার ৩২৭টি পুকুর, ধান ক্ষেত ও পাহাড়ি গোদায় বিনামূল্যে ১ লক্ষ ৯১ হাজার ২০০টি বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করেছে বেসরকারি সংস্থা তহ্জিংডং। ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ড ফিশ’র সহযোগিতায় রবিবার সকালে পৌরসভা এলাকার সিলেটি পাড়ার পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বেসরকারি সংস্থা এনা’র প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।
এ সময় প্রকল্পের একুয়াকালচার ও নিউট্রিশন কর্মকর্তা রিয়াজ হোসেন, তহ্জিংডংয়ের মাঠ বাস্তবায়ন সমন্বয়কারী তন্ময় চাকমা, কাজী মো. ইলিয়াছ, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলেটেটরগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রকল্পের সমন্বয়কারী মো. নজরুল ইসলাম বলেন, মোট ৩২৭টি জলাশয়ের মধ্যে প্রতি পুকুরে ৫৫০টি করে ২৭৪টি পুকুরে ১ লক্ষ ৫০ হাজার ৭০০টি, প্রতি ধান ক্ষেতে ৬১০টি করে ১০টি ধান ক্ষেতে ৬ হাজার ১০০টি ও প্রতি পাহাড়ি গোদায় ৮০০টি করে ৪৩টি গোদায় ৩৪ হাজার ৪০০টি রুই, কাতাল, তেলাপিয়া, সরপুটি, মৃগেল মাছের পোনা বিতরণ করা হয়েছে।