
অবৈধ অনুপ্রবেশের দায়ে বান্দরবানের লামায় মিয়ানমারের এক নাগরিক ভান্তে ওয়েবুং হ্লা মারমা (৪২) কে আটক করা হয়েছে। সোমবার বিকালে তাঁকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার পৌর শহরের হরিণঝিড়ি বৌদ্ধ বিহার এলাকায় অভিযান চালিয়ে সেনা সদস্যরা মিয়ানমারের এক বৌদ্ধ ভান্তেকে অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটক করেছে। তাঁর নাম ওয়েবুং হ্লা মারমা (৪২)। সে মিয়ানমারের রাখাইন রাজ্যের পাওয়ারা গ্রামের বাসিন্দার মংচিচা মারমা পুত্র। দীর্ঘদিন ধরে সে হরিণঝিড়ি বৌদ্ধ বিহারের ভান্তে পরিচয়ে বসবাস করে আসছে। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে সেনা সদস্যরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভান্তেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে। চলতি মাসের ৭ অক্টোবর সরই ইউনিয়নের কম্পনিয়া রেথোয়াই বৌদ্ধ বিহার এলাকা থেকে হ্লাথোয়াইন মারমা নামে আরো এক মিয়ানমারের বৌদ্ধ ভান্তেকে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের মামলায় পরে তাঁকে আদালতে নির্দেশে কারাগারে পাঠানো হয়।