
বান্দরবানের লামায় মিরিঞ্জা পর্যটন এলাকায় জীপ খাদে পড়ে ৩ শিশুর মৃত্যু হয়। এসময় অারো ১৫ জন অাহত হয়। অাজ সোমবার সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় জানায়, জেলার অালীকদম উপজেলা থেকে শিশু কিশোরদের নিয়ে লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন স্পটে ঘুরতে যাবার সময় একটি জীপ গাড়ী মিরিঞ্জা পাহাড়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৩ শিশুর মৃত্যু হয়। অাহত হয়েছে অারো ১৫ জন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে হতাহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অানোয়ার হোসেন বলেন, জীপ গাড়ী দূর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। চকরিয়া হাসপাতালের চিকিৎসক ডা: সিরাজ বলেন, দূর্ঘটনায় ৩ শিশু মারাগেছে। অার অাহতদের মধ্যে গুরুতর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।
Lama sodor upozela,, theke bandarban podo jattra korar somoy khade pore jay 1yo jeep gari,,