লামা প্রতিনিধি ॥
চায়ের চেয়ে কফি জনপ্রিয় হলেও উচ্চ মূল্যের কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেনি কফি। চা খায়নি এমন মানুষ না থাকলেও কফি খায়নি এমন মানুষ দেশে রয়েছে। বাংলাদেশে এক সময় কফি চাষ আকাশ কুসুম ছিল। অথচ সেই কফি এখন পাহাড়ে উজ্জ্বল সম্ভাবনার ফসল হয়ে উঠেছে। অচিরেই হয়তো দেশের চাহিদা মিটিয়ে এখানে উৎপাদিত কফি রপ্তাানি হতে পারে বিশে^র বিভিন্ন দেশে।
এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর সহায়তায় বুধবার থেকে বান্দরবান জেলার লামা উপজেলায় আধুনিক পদ্ধতিতে দ্ইু দিনব্যাপী কফি ও কাজু বাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী (সি.এ) কামরুল হাসান পলাশের সঞ্চালনায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ। নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের আয়োজনে এতে প্রশিক্ষণ প্রদান করেন- কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, কফি চাষ বিশেষজ্ঞ তৈদুরাম ত্রিপুরা ও উপসহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজী। প্রশিক্ষণে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৪৫ জন চাষী ও উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।