বান্দরবানে মারমা স্টুডেন্ট কাউন্সিলের লাইব্রেরীর সামনে থেকে অধির সেন (৬৯) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের ডনবস্কো স্কুলের পাশ্ববর্তী মারমা স্টুডেন্ট কাউন্সিলের লাইব্রেরীর সামনে একজন বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের নাম অধির সেন (৬৯)। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। বৃদ্ধটি সদরের মধ্যম পাড়ায় একটি চায়ের দোকানের কর্মচারী ছিলেন। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের লোকজন নিহতের নমুনা সংগ্রহ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, লাইব্রেরীর সামনে পড়ে থাকার এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সদর থানায় একটি মামলা হয়েছে। ময়না তদন্ত এবং নমুনা টেস্টের রিপোর্ট পাওয়ার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
Breraking
- সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বোমাং সার্কেল হেডম্যান সম্মেলন
- রাজস্থলীতে উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল বিতরণ
- রাবিপ্রবি কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন
- কাপ্তাইয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ
- ৩৭ বছর পর পাকিস্তান জেল থেকে মোনাফের ঘরে ফেরা
- বিলাইছড়িতে সেনা জোনের হেডম্যান-কার্বারি সম্মেলন
- রাঙামাটি ভ্রাম্যমান আদালতের প্রচারণা ও মাস্ক বিতরণ
- রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের প্রচারণা ও মাস্ক বিতরণ