নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও দলের সহসভাপতি এডভোকেট শক্তিমান চাকমাকে হত্যার জন্য ইউপিডিএফ -এর সভাপতি প্রসিত বিকাশ খীসা, সাধারণ সম্পাদক রবি শংকরচাকমা, আনন্দ প্রকাশ চাকমা ও রঞ্জন মনি (আদি)’কে দায়ি করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএনলারমা)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো বিবৃতিতে বলা হয়. ‘ ইউপিডিএফ -এর সভাপতি প্রসিত বিকাশ খীসা, সাধারণ সম্পাদক রবি শংকরচাকমা, আনন্দ প্রকাশ চাকমা ও রঞ্জন মনি (আদি) চাকমার সিদ্ধান্তে জনসংহতি সমিতির নেতাদের খুন করার নির্দেশ দেওয়া হয়। রঞ্জনমনি (আদি) চাকমা বর্তমানে ইউপিডিএফ -এর কোম্পানি কমান্ডার। তিনি মোবাইল ফোনে বিভিন্ন ইউনিটে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর লক্কোচ চাকমা, ডাক নাম বাবু চাকমা, দলীয় নাম অর্পন চাকমা (কালেক্টর), সাং- দীপুপাড়া,মাচালং, ৫ নংওয়ার্ড, ৬নং সাজেক ইউপি একজন সহকারী নিয়ে মোটর সাইকেল যোগে দুই ঝোলা কাঁধে রেখে এ্যাড. শক্তিমান চাকমাকে খুব সামনে থেকে গুলি কওে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।’
বিবৃতিতে ‘এই বর্বরোচিত ও ন্যাক্কারজনক হত্যাকান্ডের জন্য সন্ত্রাসী ও হত্যাকারী সংগঠন ইউপিডিএফ সরাসরি দায়ি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে এহেন নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা, ঘৃনা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে আইনানুগব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
একই সাথে বিবৃতিতে, ‘ভবিষ্যতে এহেন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে’ তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সতর্ক থাকার আহবান জানিয়েছে সংগঠনটি।