লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটির দুর্গম লংগদু উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান লংগদু সেনামৈত্রী বিদ্যানিকেতনে শিশুদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হৃদয়ে নিকেতন’ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি লেডিস ক্লাবের সহ-সভানেত্রী মিসেস রাবেয়া জাহাঙ্গীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘পাহাড়ের শিশুদের শিক্ষায় আলোকিত করতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম সব পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষায় এগিয়ে রাখতে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। পাহাড়ে বসবাসরত সব অধিবাসীই বাংলাদেশী। সকলের সমান উন্নয়ন হলেই দেশ এগিয়ে যাবে। আমাদের নতুন প্রজন্মকে যতœ নিয়ে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশকে আজকের শিশুরই নেতৃত্ব দেবে।’
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন প্রধান অতিথি মিসেস রাবেয়া জাহাঙ্গীর। এসময় বিদ্যালয়ের দাপ্তরিক কাজকে বেগবান করতে একটি কম্পিউটার ও প্রিন্টার হস্তান্তর করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করে অতিথিবৃন্দ।