রাঙামাটির লংগদুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প এসআইডি-সিএইচটি-ইউএনডিপির আয়োজনে লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরামের ওরিয়েন্টেশন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফোরামের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। ফোরামের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার আলোচনা শুরু হয়। এরপর একে একে বক্তব্য রাখেন ইউএনডিপির রাঙামাটি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা, ইউএডিপির সিনিয়র কর্মকর্তা ঝুমা দেওয়ান, লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, ইউপি চেয়ারম্যান আবু নাসির, ইউপি সদস্য হাবিবুর রহমান, হেডম্যান নিউটন চাকমা, ইউপি সদস্য জিয়াউর রহমান, সংরক্ষিত নারী সদস্য ফাতেমা জিন্নাহ, চম্পা চাকমা প্রমূখ।
এলাকার সার্বিক উন্নয়ন, সকল জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান ও সামজিক শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, হেডম্যান ও কার্বারিদের সমন্বয়ে গত বছরের ৩০ অক্টোবর লংগদু উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরাম’ গঠন করা হয়। যার মূল উদ্দেশ্য হচ্ছে এলাকায় শান্তি ও উন্নয়নের ধারাকে বজায় রাখার জন্য স্থানীয় পর্যায়ে যে কোন বিরোধ দেখা দিলে সব পক্ষের সম্মতিক্রমে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে বিরোধ মেটাতে আলোচনার উদ্যোগ নেয়া।
ফোরাম গঠনের পরবর্তী সময়ে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি হলো গত বছরের ২২ নভেম্বর লংগদু বালিকা বিদ্যালয়ে সৌহার্দ্য ও সম্প্রতি উন্নয়নে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ২৭ নভেম্বর আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শান্তির জন্য ক্রিড়া প্রতিযোগিতা। এছাড়াও গত ডিসেম্বরের প্রথম দিকে মাইনীমূখে এলাকার ধর্মীয় নেতা ও শিক্ষকদের সাথে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা থেকেও আগামীতে ফোরামের করণীয় সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।