রাঙামাটির লংগদুতে মটরসাইকেল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. হানিফ এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালাহ উদ্দীন আমজাদ বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয় ।
স্থানীয় একটি মাদ্রাসায় অনুষ্ঠিত সকাল ৮ টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত। এসময় সংগঠনের সদস্যদের মোট ৩৫৬ ভোটের মধ্যে ৩১২টি ভোট প্রদান করে সদস্যরা।
গত ১৬ মে হতে চলে প্রচার প্রচারণা। সভাপতি,সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং দুটি সদস্য পদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ছয়টি পদে একমাত্র সাধারণ সম্পাদক ছাড়া বাকি ৫টি পদে ভোটের লড়াইয়ে প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মটরসাইকেল প্রতীকে ২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে মো.হানিফ। সহ-সভাপতি পদে বই প্রতীকে ২০৫ ভোটে বিজয়ী হয়েছে মঞ্জুরুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে দোয়াত কলম প্রতীকে ২২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে রশিদ মিয়া। এবং সদস্য পদে ক্রিকেট ব্যাট প্রতীকে ১৩৪ ভোটে শহিদুল ইসলাম ও টেলিভিশন প্রতীকে ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে সোহেল রানা।