মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলার লংগদু উপজেলা কমান্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন মো: নুর আলম এবং সাধারন সম্পাদক নির্বাচিত হন মো: জয়নাল আবেদীন।
শনিবার সকাল দশটায় লংগদু উপজেলায় সন্তান কমান্ডের অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল জব্বারের সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকল মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করা হয়।
কাউন্সিলে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা দুলাল খা, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মামুন ভুঁইয়া, আমিনুল ইসলাম, জুয়েল বড়ুয়া, দিদার আলম, জয়নাল আবেদিন, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক ফারুক তালুকদার বিপু, সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী।
সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের মাধ্যমে মো: নুর আলমকে সভাপতি, জয়নাল আবেদিনকে সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমকে নির্বাচিত করে ২১ সদস্যের লংগদু মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নতুন কমিটি ঘোষনা করা হয়।
Breraking
- রাঙামাটি ভ্রাম্যমান আদালতের প্রচারণা ও মাস্ক বিতরণ
- রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের প্রচারণা ও মাস্ক বিতরণ
- কাপ্তাইয়ে আশ্রয়ন প্রকল্পের ঘর পাচ্ছে আরো ২৬ পরিবার
- পরিচয় মেলেনি রাজস্থলীতে গুলিতে নিহত ব্যক্তির
- বাজারে বিক্রিকালীন আফ্রিকান মাগুর জব্দ; জরিমানা আদায়
- রামগড়ে বিজিবি’র বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প
- বাঘাইছড়িতে জেলেদের মাঝে ছাগল বিতরণ
- লামায় সাড়ে তিন বছরে ম্যালেরিয়ায় আক্রান্ত ৫৫৭৩ জন, মৃত্যু ১