দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে রাঙামাটির লংগদুতে আরো একটি কলেজের যাত্রা শুরু হলো। এ নিয়ে এ উপজেলায় তিনটি কলেজ প্রতিষ্ঠিত হলো। ‘লংগদু কলেজ’ নামের নতুন এ শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কিছু শিক্ষার্থী ভর্তির মাধ্যমে পাঠ্য কার্যক্রম শুরু হয়েছে।
শুরুটা অস্থায়ী কার্যালয়ে হলেও গত বৃহস্পতিবার নিজস্ব জমিতে একটি টিনশেড ভবনে কলেজের স্থায়ী কার্যক্রম শুরু হয়েছে। নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে স্থানীয় ধর্মীয় গুরু, হেডম্যান, কার্বারিসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়।
এসময় কলেজ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ও পরিচালনা কমিটির সদস্য রাজিব ত্রিপুরা, কলেজের শিক্ষকমন্ডলীসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
লংগদু সদর ইউনিয়নের নানিয়ারচর- লংগদু সংযোগ সড়কের পাশেই রাঙাপানিছড়া এলাকায় ২.৫০ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ কলেজটির যাত্রা সম্পর্কে রাজিব ত্রিপুরা জানালেন, স্থানীয় একটি বিদ্যালয়ের একটি অনুষ্ঠান থেকে এলাকাবাসীর বক্তব্যে অত্র অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনের কথা উঠে আসে। তখন থেকেই এলাকার হেডম্যান কার্বারি, জনপ্রতিনিধি, রাজনৈতিককর্মীসহ শিক্ষানুরাগী কিছু ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আজকে একটি ভবন নির্মিত হয়েছে। যেখানে শিক্ষিত কিছু তরুণের স্বেচ্ছাশ্রমে ১২ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছে লংগদু কলেজের।
কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব দয়াল চন্দ্র কার্বারি বলেন, সরকারি সকল বিধি অনুসরণ করেই কলেজের কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে বিধি মোতাবেক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে। এখানে এ অঞ্চলের পাহাড়ি-বাঙালি সকলের জন্য শিক্ষার সমান সুযোগ রয়েছে। সকলের সহযোগিতা নিয়ে অত্র অঞ্চলের তরুণদের মধ্যে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখবে ‘লংগদু কলেজ’।