লংগদু ইউপি: আদুর শূন্যপদে ভোট ২৭ জুলাই

লংগদু প্রতিনিধি ॥
পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার লংগদু সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ৯ জুন ঘোষণাকৃত প্রজ্ঞাপনে জানানো হয় আগামী ২৭ জুলাই লংগদু সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ জুন এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ জুলাই।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৭ মে লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু মৃত্যুবরণ করার কারণে চেয়ারম্যান পদটি শূণ্য হয়। নির্বাচন বিধিমালা অনুযায়ী শূন্য পদে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে। প্রথমবারের মতো এ উপ-নির্বাচনে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্যপদে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. জমির উদ্দিন বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুসারে লংগদু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জুন পর্যন্ত ছুটির দিনসহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।