
নিজস্ব প্রতিবেদক
লংগদু আইনজীবি কল্যাণ সমিতি নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। রাঙামাটি জেলা বার এসোসিয়েশন এর সদস্যদের মধ্যে যাদের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায় তাদের নিয়েই এই কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভিকে সভাপতি,অ্যাডভোকেট শহীদুল ইসলামকে সিনিয়র সহসভাপতি এবং অ্যাডভোকেট আবছার আলীকে সাধারন সম্পাদক করে এই কমিটি ঘোষিত হয়।
কমিটির সহ সাধারন সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন সুজন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান,দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক,প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট আলালউদ্দিন, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট রুমিনা খানম।
নবগঠিত এই সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন,‘ লংগদু উপজেলার বাসিন্দা এমন আইনজীবিদের নিয়েই এই সংগঠনটি গঠিত হয়েছে,যাতে শুরুতেই ১৬ জন আইনজীবি আছেন। মূলত: লংগদুর মানুষকে আইনী সহায়তা যথাযথভাবে প্রদান ও নিজেদের মধ্যে ঐক্য-সংহতি প্রতিষ্ঠার স্বার্থেই আমাদের এই উদ্যোগ।